রবিবার এর আনন্দ (BENGALI POETRY)


রবিবার  এর  আনন্দ

সারা সপ্তাহ এর পর আশে খুশি এর  দিন
রবিবার এ আমরা সবাই বাজাই খুশি বীণ

সকাল বেলাই আমরা সবাই দেরি করে উঠি
খাই আমরা ভালো করে LAYS আর  FROOTI।

ছাত্র, ছাত্রি দের জন্য এই দিনটি আনান্দের
আজকে আমরা নেব এই মজা  বন্ধের

মাঠে জিয়ে আমরা সবাই ক্রিকেট খেলতে নামি
বকা খাই তার জাদের দ্দরজা, জানলা ভাঙ্গি।

দুপুর বালা তে  বারি জিয়ে আমরা মাংশ ভাত খাই
পরা গুল গিয়ে আমি পরি ভাই


Feeding the pigeons


-৫ ঘাঁটা পরার পর এবার দেখি টিভি
Isl আর ipl দেখি,আমি আখন ফ্রী।

১০.৩০ টার  সমায় যখন খওয়ার টেবিল জাই
সোমবার এর কথা ভেবে মনে বাথা পাই

প্রতিদিন যদি রবিবার হত
তালে বলল কি মতাটাই না হত।

এবার  আমাকে নিতে হবে প্রস্তুতি সমাবার এর
নালে খাবো মার মাস্টের হাতে

আবার কবে আসবে তুমি রবিবার
মজা হবে বন্ধু দের সঙ্গে আবার।


DEBAJYOTI  CHAKRABORTY

                     Collage Student
                     West Bengal, India











Comments

Post a Comment